
অনলাইন ডেস্ক
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার কিয়েভ সফর করেছেন এবং ইউক্রেনকে ‘অটল’ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার কিয়েভে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই সফরের মূল উদ্দেশ্য ইউরোপীয় ইউনিয়নের সমর্থন জানানো; এই সমর্থন অটুট থাকবে।’
ট্রাম্পের জয়ের পর ইউক্রেন ও ইউরোপের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ তিনি যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের মতো ইউক্রেনের প্রতি একইরকম সহায়তা অব্যাহত রাখবেন কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে বোরেল জানান, ইউক্রেনের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে ইউরোপের এই সহযোগিতা জরুরি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ট্রাম্প প্রস্তাব করেন, শান্তিচুক্তির জন্য ইউক্রেনকে হয়তো কিছু অংশ ছাড়তে হতে পারে, যা ইউক্রেন ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাখ্যান করেছেন। এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে তাদের সম্পর্ক অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালানো যায়।