শুক্রবার, মে ২৩, ২০২৫
HomeUncategorizedজমি সংক্রান্ত মামলার বাদীকে মারধর ও মিথ্যা, বিস্ফোরক মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও...

জমি সংক্রান্ত মামলার বাদীকে মারধর ও মিথ্যা, বিস্ফোরক মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী, মোছা: আসমা খাতুন(২৩), স্বামী: মোঃ জালাল উদ্দীন, (৪৫).কেচুয়াতৈল, খড়খড়ি, থানা:চন্দ্রিমা, রাজশাহী মহানগর রাজশাহী।
সমবরা(১৩ই মে)২০২৫ ইং বেলা ১১ ঘটিকায়, রাজশাহী বরেন্দ্র পেস ক্লাবের মিলনায়তনে  সংবাদ সম্মেলনে।
ভুক্তভোগী আসমা বেগম বলেন,
জমিজমা সংক্রান্ত বিষয়ে আমাদের নিজ এলাকার নুরুল ইসলাম, হানিফ, বাদল, রুহুল গং দের সাথে বিরোধ চলে আসছিল। তারা আমাদের জমিজমা জবর দখল করে রেখেছিল। জবর দখল ছুটাতে গেলে গত বছর নভেম্বর মাসের ১২ তারিখ তারা আমার স্বামী জালাল উদ্দীন, দেবর জাহাঙ্গীর, চাচাশ্বশুর মকসেদ সহ পরিবারের অন্যদের সাথে আমাকে ও বাড়ীর মহিলাদেরও বেদম মারধোর করে। তাদের উদ্দেশ্য দিল আমাদের মেরে ফেলা, কিন্তু এলাকা বাসীর সহযোগিতায় সবাই গুরুতর আহত হলেও আমরা প্রাণে বেঁচে যাই। এরপর চিকিৎসারত অবস্থায় আমরা চন্দ্রিমা থানায় অভিযোগ দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করায় গত বছর ১৪ নভেম্বর আসামীদের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করি। পরে স্থানীয় গণ্যমান্যরা গ্রাম্য শালিসের আয়োজন করলে তারা তাদের পক্ষে জমিজমার কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে কিছুতেই কিছু না করতে পেরে তারা আমার স্বামীর নামে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারী ২০২৫ সালে বিস্ফোরক মামলায় শেষের দিকে ১৭০ নম্বরে আমার স্বামী  জালালুদ্দিনের নাম সংযুক্ত করে আমাদেরকে বিপদে ফেলে। যদিও আমার স্বামী আলাল উদ্দিন কোনদিন কোন দলের সাথে সংযুক্ত ছিল না। সে একজন সাধারণ চাল মিল  শ্রমিক। যে বিস্ফোরক মামলায় তার স্বামী জালাল উদ্দিন কে সংযুক্ত করা হয়েছে বিবাদীকে তারা কখনো দেখেননি এবং চিনেন না।
ভুক্তভোগী আসমা বেগম বলেন, উপস্থিত গণমাধ্যম কর্মীর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মামলার সুস্থ তদন্ত এবং এ দুরবস্থার প্রতিকার ও বিচার দাবী করছি।
সংশ্লিষ্ট খবর

সর্বশেষ খবর