
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। তবে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির নেতা কমলা হ্যারিস অবশ্য এখনও ট্রাম্পকে অভিনন্দন জানাননি। কাজেই হ্যারিস আনুষ্ঠানিকভাবে তার পরাজয় স্বীকার করে নেননি।
আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ২৭০ টির বেশি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিস থেমেছেন ২৪০ এর ঘরেই।
তবে কমলা হাওয়ার্ড ইউনিভার্সিটিতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিবেন বলে জানা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ডেমোক্র্যাটপ্রার্থী মিজ হ্যারিস সেখানেই পরাজয় স্বীকার করে নির্বাচিত নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাবেন।
অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর বিভিন্ন দেশের নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানালেও এখনও সে ধরনের কোনো বার্তা দিতে দেখা যায়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। পুতিন আদৌ আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাবেন কি-না, সেটি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।