শুক্রবার, মে ২৩, ২০২৫
Homeআইন ও আদালতরাজশাহী ১৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দুইজন নেতা গ্রেফতার।

রাজশাহী ১৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দুইজন নেতা গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মহানগরের শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আক্তারুল আলমকে মহানগর ডিবি পুলিশ তার নিজ বাসা নিউ কলোনী হাজরা পুকুর থেকে (৪ মার্চ)আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় গ্রেপতার করেছে।অনুসন্ধানে জানা যায়, আক্তারুল আলম রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খাইরুজ্জামান লিটনের আস্থাভাজন হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মশক নিধন কীটনাশকের ডিলারশিপ বাণিজ্য দীর্ঘ ১৭ বছর পরিচালনা করেন। মশক নিধন কীটনাশক সরবরাহ না করে সে অবৈধভাবে ঠিক কর্পোরেশনের বিল উত্তোলন করে। সে শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন স্কুলের আর্থিক নানা অনিয়মের জড়িত ছিল। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দলীয় প্রভাব ব্যবহার করে বাদী পক্ষকে হুমকি ধামকি দিয়ে মামলা আরে বাধ্য করে। সে অবৈধভাবে বিভিন্ন জায়গায় ভূমি দখল করে নিজের স্থাপনা তৈরি করে। সে দলীয় প্রভাব ব্যবহার করে রেলওয়ের মার্কেটে ৬টি দোকান বরাদ্দ নেই। আগস্ট ৬ তারিখের পর পরিস্থিতির বিবেচনায় দোকান বিক্রি করে অর্থ লংনি করে রাখে। সে শিরোইল কলোনী হাজরা পুকুর হতদরিদ্রের ৬ কাঠা জমি দখল করে। তার সহযোগী হিসাবে সাবেক মাস্টার ১২ কাঠা জমি দখলে নেই। সে ভূমি দস্যু নামে এলাকায় পরিচিত। স্থাবর সম্পত্তিগুলো মেয়ে জামাই নামে রেজিস্ট্রি করে দেয়। রাজশাহী বিসিক শিল্প নগরীতে তার দুটি কারখানা রয়েছে। তার নামে বেনামে অনেক সম্পদ রয়েছে। সে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা।

মহানগর মহিলা লীগ সদস্য হাফিজা বেগম হ্যাপিকে নিজ বাসা মুরশোল থেকে ছাত্র জনতা আটক করে চন্দ্রিমা থানা পুলিশে হস্তান্তর করে ( ৪ মার্চ ) দুপুর ২ ঘটিকায়।

সংশ্লিষ্ট খবর

সর্বশেষ খবর