
মোঃ জামাল উদ্দিন ঃ ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার মালিগ্রাম বাজারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) গণতন্ত্র অভিযাত্রা অনুষ্ঠিত হয়েছে , উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি জনাব আতাউর রহমান (কালু )সাবেক চেয়ারম্যান কালামৃধা ইউনিয়ন পরিষদ, সুধীন সরকার মঙ্গল সাবেক উপজেলা চেয়ারম্যান , কমরেড লিয়াকত সহ আরো অনেকে, উক্ত অনুষ্ঠানে বর্তমান সরকারের কাছে – জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও নিত্য পূর্ণের দাম কমানো,রেশন ব্যবস্থা চালু করার আহবান জানান , এছাড়াও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে বিভিন্ন দাবির কথা তুলে ধরেন, অনতিবিলম্বে প্রয়োজনীয় সংস্কার এবং জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, কালো টাকা পেশি শক্তি সাম্প্রদায়িকতা প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচন, জুলাই আগস্ট বিচার আহতদের সূচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পূর্ণবাসন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা ঋণ খেলাপি আদায়, অনিয়ম দুর্নীতি বন্ধ করে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান, কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত করা মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম বন্ধ করা সহ নানা সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করেন।