শুক্রবার, মে ২৩, ২০২৫
Homeঅপরাধমূলকশুভ নববর্ষ 2025 উপলক্ষে 100 জিবি ফ্রি ইন্টারনেট! সত্যি না মিথ্যা

শুভ নববর্ষ 2025 উপলক্ষে 100 জিবি ফ্রি ইন্টারনেট! সত্যি না মিথ্যা

শুভ নববর্ষ 2025 উপলক্ষে 100 জিবি ফ্রি ইন্টারনেট! সত্যি না মিথ্যা

নাইম হোসেন,রাজশাহী :

সাম্প্রতি কিছু অনলাইন ফেসবুক মেসেঞ্জার whatsapp ইত্যাদি। জায়গাতে এটা ছড়িয়েছে ব্যাপক আকারে আসলে কতটা সত্যি তা জানতে যখন ক্লিক করা হয়।
তখন দেখা যায় তা পুরোটাই ভিত্তিহীন এবং ভুয়া এবং এটা থেকে আমাদের মোবাইল ফোন হ্যাক হোয়ার সম্ভাবনা আছে,,
এটা শুধু সারা দেশব্যাপী না রাজশাহীতে ছড়িয়েছে ব্যাপক আকারে,লিংকে টিপ দিলেই দেখা যাচ্ছে

 

সর্বপ্রথম আপনাকে ১০০ জিবির লোভ দেখাবে। তারপর ক্লিক করতে বলবে। ভেতরে যাওয়ার সাথে সাথে ৫ জনকে ফরওয়ার্ড করতে বলবে। এ ফরওয়ার্ডের পর একটা খালি ঘরে ৫ পার্সেন্ট পূরণ হয়েছে এমন একটি রেখা ভেসে ওঠবে। তাহলে ঐ রেখাটি ১০০ পার্সেন্ট পূর্ণ করতে ১০০ জনকে ফরওয়ার্ড করতে হবে- মানে ১০০ জনের কাছে মিথ্যা বলার কাজটা আপনাকে দিয়ে পূর্ণ করে ছাড়বে।

তারপর কি ১০০ জিবি পাবেন? না, পাবেন না। এর আগেই আপনাকে সুসংবাদ দিবে- ‘আপনি দ্রুত ১০০ জিবি পেতে যাচ্ছেন।’ এ মারহালা পার হলে আপনাকে বলা হবে- মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যোগ করতে; অথচ মোবাইল নাম্বার বসানোর সাথে সাথে আপনার পাসওয়ার্ড চলে যাবে তাদের কাছে। বিনিময়ে ফেইজবুক হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাবে। তারপর কী হবে? খৃস্টানদের বড়দিন উপলক্ষে আপনার অটো একটা কমেন্ট তাদের ভুয়া ১০০ জিবি অফারের পেইজে সংযুক্ত হবে।

আপনি আমি তো মুসলিম- আলহামদুলিল্লাহ। ১০০ জিবির বিনিময়ে নিজের অজান্তে ঈমান হারাচ্ছেন না তো?

এরপরও কি আমরা সচেতন হবো না?
এটা থেকে বিরত থাকায় উত্তম এরকম লিংক দেখলে অবশ্যই এড়িয়ে যাবেন

সংশ্লিষ্ট খবর

সর্বশেষ খবর