শুক্রবার, মে ২৩, ২০২৫
Homeজাতীয়দেওলিয়া ঘোষণা করা হলো ৪ ব্যাংককে

দেওলিয়া ঘোষণা করা হলো ৪ ব্যাংককে

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি খাতের চারটি ব্যাংক থেকে মেয়াদপূর্তির পরও আমানতের অর্থ তুলতে পারছে না ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

এই সিটি করপোরেশনের প্রায় ২৯ কোটি টাকা। গত ১৯ সেপ্টেম্বর আবেদন করে এখন পর্যন্ত পে-অর্ডার পায়নি। ঋণ জালিয়াতি ও নানা অনিয়মের কারণে দুই বছর যাবৎ তীব্র তারল্য সংকটে রয়েছে দেশের প্রায় ১২টি ব্যাংক। এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এস আলমের নিয়ন্ত্রণে ছিল আটটি ব্যাংক।

 এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোয় শেখ হাসিনার পতনের পর তারল্য সংকট আরও প্রকট হয়েছে। কারণ ব্যাংকগুলোয় কী পরিমাণ জাল-জালিয়াতি হয়েছে, তার বেশকিছু চিত্র বেরিয়ে এসেছে। এতে গ্রাহকদের মধ্যে ব্যাংকগুলো নিয়ে আত্মবিশ্বাস কমে যাওয়া গ্রাহকরা আমানত তুলতে শুরু করেছেন। নতুন করে আমানত না হওয়ার কারণে ব্যাংকগুলো সংকট কাটিয়ে উঠতে পারছে না। যদিও এরই মধ্যে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে তারল্য গ্যারান্টি দিতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে।

 এখন পর্যন্ত সাতটি ব্যাংক প্রথম এক মাসে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি পেয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।  তথ্য বলছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিড পেয়েছে এক হাজার ৪৯৫ কোটি টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক এক হাজার কোটি টাকা, গ্লোবাল ইসলামী ২৯৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৭৭৫ কোটি, ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি ও ন্যাশনাল ব্যাংক ৮২০ কোটি টাকা পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বেসরকারি ৯টি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে থাকা কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতিতে পড়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট খবর

সর্বশেষ খবর