শুক্রবার, মে ২৩, ২০২৫
Homeজাতীয়দুর্ভোগে বেঙ্গল গ্রুপের ৩২ হাজার শ্রমিক

দুর্ভোগে বেঙ্গল গ্রুপের ৩২ হাজার শ্রমিক

 নিজস্ব প্রতিবেদক

দুর্ভোগে বেঙ্গল গ্রুপের ৩২ হাজার শ্রমিক

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উৎপাদন ও রপ্তানি ব্যাহত হওয়ায় চাপের মুখে পড়েছে শিল্প পরিবারটির ৩২ হাজার শ্রমিক। ২৮টি কারখানার উৎপাদন সক্ষমতা কমে যাওয়ায় ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ৬০টিরও বেশি দেশে রপ্তানি কমে গেছে। এতে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। যার প্রভাব পড়ছে অর্থনীতিতে।

জানা গেছে, গত ৪ আগস্ট দিবাগত রাত ১২টায় অজ্ঞাতনামা কতিপয় দুষ্কৃতকারী গাজীপুরের কাশিমপুরের ডোমনা এলাকায় অবস্থিত কারখানা ভাঙচুর, লুটতরাজ এবং অগ্নিসংযোগ করে। আগুনে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড এবং বেঙ্গল ফ্লেক্সিপ্যাক লিমিটেডের স্থাপনা, মেশিনারিজ, গোডাউন, গোডাউনে রক্ষিত কাঁচামাল, প্রস্তুতকৃত ও আধা-প্রস্তুতকৃত পণ্য সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ছাড়া বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের ফার্নিচার অ্যাসেমব্লিং শেড ও দুটি গোডাউনে রক্ষিত কাঁচামাল, প্রস্তুতকৃত ও আধা প্রস্তুতকৃত পণ্য স্থাপনাসহ পুরোপুরি ভস্মীভূত হয়।

এ ছাড়াও দুষ্কৃতকারীরা একই কমপ্লেক্সে অবস্থিত অন্যান্য ইউনিটে ধ্বংসযজ্ঞ চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। সেইসঙ্গে দুষ্কৃতকারীরা কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় ও ভাঙচুর করে। এতে করে উৎপাদন সক্ষমতা কমে গিয়ে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে শিল্প গ্রুপটি।

সংশ্লিষ্ট খবর

সর্বশেষ খবর