
পাবনার ঈশ্বরদী এক রাতে একটি গ্রামের বসতবাড়ী এবং ব্যবসায়ীক গোডাউনসহ মোট ৬টি বাড়ীতে দূর্ধর্ষচুরি এবং চুরি চেষ্টার ঘটনা ঘটেছে। গত বুধবার ( ১৬ অক্টোবর) দিবাগত গভীর রাতভর উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া এলাকায় রাতভর চুরির এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিকগণ ঐ এলাকার মৃত. তফিজ উদ্দীনের ছেলে মোঃ আলাউদ্দিন মন্ডল (মহরী), মৃত লফর বিশ্বাসের ছেলে আবু তাহের বিশ্বাস, মৃত: আঃ সামাদ বিশ্বসের ছেলে আব্দুল গণি বিশ্বাস, মাওঃ মোঃ আঃ হামিদ বিশ্বসের ছেলে ওয়াহেদ আলী বিশ্বাস, মো: আফতাব এর ছেলে মো: অনিক এবং মৃত ওম্মেদ আলী মালিথার ছেলে কছিম।
প্রত্যক্ষদর্শী এবং এলকাবাশী সূত্রে জানা যায়, রাজনৈতিক অস্থিরতা এবং একাধিক মামলার কারনে গত ৫ আগষ্টের পর থেকেই পরিবারের সাথে থাকেন না আলাউদ্দিন মন্ডল (মহরী) এবং তার ছোট ছেলে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক একরাম হোসেন। বাড়ীতে অবস্থানকারী একরামের মা এবং সদ্যবিবাহিত স্ত্রীর অনুপস্থিতি নিশ্চিত করে রাতে তার বাড়ীতে কেউ শত্রুতার জেরধরে লুটপাট করেছে বলে পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানিয়েছেন। এসময় তাদের বাড়ির সীমানা প্রাচীর টপকে বাড়ির কেচি গেটের তালা কেটে প্রতিটি ঘরের আসবাবপত্র ভেঙ্গে ভেতরে থাকা সমস্ত কিছু তছনছ করে বাড়ীতে থাকা নগদ ৪ লক্ষ ২২ হাজার টাকাসহ প্রায় ৬ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছ বলেও জানান তারা।
ঐ রাতেই একই কায়দায় জানালার গ্রিল কেটে চোর চক্র ঘরে প্রবেশ করে ঘরের ভেতরের সব কিছু তছনছ করার অভিযোগ করেন মো: আবু তাহের বিশ্বাস। সকালে ফজরের নামাজ আদায়ের জন্য বের হলে বাড়িতে চুরির বিষয়ে জানেিত পারেন তিনি। তবে তার মোট ক্ষতির পরিমান নির্দিষ্ট করে জানা যায়নি।
আব্দুল গণি বিশ্বাস জানান, ধারালো কোন কিছু ব্যবহার করে আমার বাড়ির বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে সংগবদ্ধ চোর চক্র। তবে আমাদের জেগে থাকার কারনে তারা তেমন কিছু না নিয়েই পালিয়ে গেছে বলে জানান।
ওয়াহেদ আলী বিশ্বাসের, রাস্তা সংলগ্ন গোডাউনের তালা ভাঙাগতে ব্যর্থ হয়ে থাই গ্লাস খুলে প্রবেশের চেষ্টা করেন।
একই অভিযোগ ভুক্তভোগী অনিক এবং কছিম মালিথার। তবে তাদের ক্ষতির পরিমানটা নির্দিষ্ট করে কেউই কিছু জানাননি।
ঈশ্বরদী থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, রাতে চুরির বিষয়টি লোক মারফত জানতে ফেরেছি। তবে ভুক্তভোগি পরিবার গুলোর পক্ষ থেকে এখনো কোন অফিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সূত্র সংবাদ ভূমি