
অনলাইন প্রতিবেদক

মতিয়া চৌধুরী
ডা. আরিফ মাহমুদ বলেন, আজ বেলা ১১টার দিকে ’কার্ডিয়াক অ্যারেস্ট’ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় মতিয়া চৌধুরীকে। অ্যাটাক খুব ভয়াবহ ছিল। সাধ্যমতো চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার মতিয়া চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার প্রয়াত স্বামী সাংবাদিক বজলুর রহমানের কবরের পাশে শায়িত করা হবে।