কন্ঠ ডেস্ক :
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা তুলছেন। অনেকে জাল সনদ ব্যবহার করে চাকরি বাগিয়ে নিয়েছেন। অনেক প্রতিষ্ঠান থেকে শিক্ষক চাকরি ছাড়লেও প্রতিষ্ঠানপ্রধান সেই তথ্য লুকিয়ে মাসের পর মাস সরকারি অংশের বেতন-ভাতা তুলে আত্মসাৎ করেন। আবার চাকরি শেষে অবসর ভাতা তুলতেও হয়রানির মুখে পড়েন মানুষ গড়ার কারিগররা। তাছাড়া বিদ্যমান পদ্ধতিতে বেতন-ভাতা পেতেও ভোগান্তিতে পড়তে হয় শিক্ষকদের।
এমপিওভুক্ত কয়েক লাখ শিক্ষকের এমন সমস্যা নিরসনে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে শিক্ষকদের বেতন-ভাতা ও অবসর সুবিধা দেওয়ার উদ্যোগ নেয় সরকার। দীর্ঘদিন ধরে চলছে সেই প্রস্তুতি চলছে।
অবশেষে শিক্ষকদের অপেক্ষা শেষ হচ্ছে। নতুন বছরের প্রথম দিনে আগামী ১ জানুয়ারি ইএফটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি সূত্র জানায়, পরীক্ষামূলকভাবে এরই মধ্যে কয়েকটি উপজেলার এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে সফলভাবে বেতন-ভাতা দেওয়া শুরু হয়েছে। এখন পুরো কার্যক্রমটি প্রস্তুত। জানুয়ারি মাস থেকে সব শিক্ষককে ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দিতে চায় সরকার।