প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ
জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ( এইচপিভি)টিকাদান ক্যাম্পেইন ২০২৪ সংবাদ সম্মেলন আয়োজনে :রাজশাহী সিটি করপোরেশন।
![]()
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী সিটি কর্পোরেশনে এনএক্স বিল্ডিং এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৭/১০/২৪ ইং সকাল ১১.৩০ মিনিট। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন, এটিএম ডঃ শরিফ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন। প্রধান অতিথি দেওয়ান মোঃ হুমায়ুন কবির , বিভাগীয় কমিশনার,প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন। মোবারক হোসেন, সচিব, রাজশাহী সিটি কর্পোরেশন। ডাক্তার আঞ্জুমান আরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ, রাজশাহী সিটি কর্পোরেশন। ডাঃ আঞ্জুমান আরা বেগম বলেন,২৪ অক্টোবর ২০২৪ থেকে আরম্ভ করে ৬ ডিসেম্বর ২০২৪ চলবে।প্রচলিত বাজারে যেসব টিকা পাওয়া যায় তার সাথে সরকারের সরবরাহ টিকার ভিন্নতা তুলে ধরেন।তিনি বলেন, বাজারের সরবরাহকৃত টিকা তিন ডোজ দিতে হয়। কিন্তু সরকারের সরবরাহকৃত টিকা এক ডোজে সমান এফিকেসি পাওয়া যাবে।রোগীকে অতিরিক্ত কোন টিকা দিতে হবে না।
তিনি বলেন, জরায়ুর ক্যান্সার বাংলাদেশের মৃত্যুর হার দ্বিতীয় সর্বোচ্চ। মেয়েদের ক্যান্সারের মধ্যে উন্নতম ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সার। জরায়ুর ক্যান্সার প্রতিরোধে,, বিনামূল্যে রাজশাহী সিটি কর্পোরেশন এইচপিভি টিকা কর্মসূচি পালন করবে।প্রথম দফায় সকল শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রীদের টিকার আওতায় আনা হবে যাদের বয়স ১০ থেকে ১৪ বছর। তারা ভ্যাক্স ইপিআই এপস রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে,এ টিকা নিতে পারবে। এ টিকা WHO দ্বারা স্বীকৃত, যাহার পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করার মতো নয় । এ টিকা গত এক দশক ধরে উন্নত বিশ্বে ব্যবহার করে আসছে।
Copyright © 2025 Nirvik Kantho. All rights reserved.